১। মোঃ শরিফুল ইসলাম
Md. Shariful Islam
অতিথি বক্তা
মেশনি অপারেশন বেসিকস
২। শাহ জালাল
Shah Jalal
অতিথি শিক্ষক
সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি
৩। শাহানাজ আক্তার
Shahanaj Akther
অতিথি শিখক
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
৪। মোঃ তোফায়েল আহমেদ
Md. Tofatel Ahmed
অতিথি বক্তা
পদার্থ বিজ্ঞান
৫। মেহেদী হাসান
Mahedi Hasan
অতিথি শিক্ষক
আইটি সার্পোট এন্ড আইওটি বেসিকস্
৬। মোঃ আসিফুল হাবীব
Md. Asiful Habib
অতিথি শিক্ষক
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
ইতিহাস এবং সংক্ষিপ্ত পরিচিতি
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র্য বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।
দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ও কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে ২০২২ শিক্ষাবর্ষ থেকে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ- এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে জেএসসি (ভোক), এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। চারটি ভিন্ন ভিন্ন টেকনোলজিতে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রতিষ্ঠানটি ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়।
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর এ অবস্থিত।
ছাত্রজীবনই ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হিসেবে গড়ে উঠার উপযুক্ত স্থান হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে প্রণীত জেএসসি (ভোক), এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম সাধারণ শিক্ষা বোর্ডের যথাক্রমে জেএসসি ,এসএসসি ও এইচএসসি শিক্ষাক্রমের বিজ্ঞান বিভাগের সমমান হওয়ায় এ শিক্ষা ব্যবস্থার চাহিদা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সাল থেকে অদ্যাবধি অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বিভিন্ন বিষয় ভিত্তিক দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তিন মাস/ ছয় মাস মেয়াদী শর্ট কোর্স প্রশিক্ষণ পরিকল্পনায় আছে।
এইচএসসি স্তরঃ
১। ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স
২। কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স
৩। বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স
৪। মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স
এসএসসি স্তরঃ
১। জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস
২। মেশিন অপারেশন বেসিকস
৩। সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি
৪। আইটি কন্সট্রাকশন্স অ্যান্ড সেফটি
জেএসসি স্তরঃ
৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত(সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়ে পাঠদান)
ভিশন ও মিশন
হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর কিছু গুরুত্বপূর্ণ রূপকল্প ও অভিলক্ষ্য নীচে তুলে ধরা হলঃ
রূপকল্প (Vision):
Ø কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ।
Ø মানবসম্পদ উন্নয়ন
Ø অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণতিকরণ।
Ø কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এর প্রসারণ।
Ø অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন।
Ø জীবনযাত্রার মানোন্নয়ন।
Ø সূক্ষ্মতর বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ
অভিলক্ষ্য (Mission):
Ø শিক্ষার্থী বান্ধব চমৎকার অধ্যয়নের সুযোগ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা।
Ø কর্মক্ষেত্র স্থানিক হলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে কাজ করা।
Ø মানব মনস্তত্ত্ব গবেষণা এবং সে অনুযায়ী আগামীর প্রয়োজনকে মোকাবেলা করা।
Ø মূল্যবোধ, মানদণ্ড এবং স্বকীয় অনুপম প্রথাকে অক্ষুণ্ণ রেখে বিষয়ভিত্তিক গবেষণা বৃদ্ধি করা।
Ø কোন বিষয়কে দেখা, উপলব্ধি করা, কল্পনা করা এবং সেটাকে বাস্তব প্রতিচ্ছবিতে রূপদান।
Ø মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচী প্রণয়ন ।
Ø মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিবীক্ষণ ও মূল্যায়ন।
কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের তালিকাঃ
১ |
|
|
২ |
|
|
৩ |
|
|
৪ |
|
|
৫ |
|
|
৬ |
|
|
৭ |
|
|
৮ |
|
|
৯ |
|
|
১০ |
|
|
অত্যাবশ্যাকীয় শিক্ষকদের তালিকা
১। মোঃ শরিফুল ইসলাম
Md. Shariful Islam
অতিথি বক্তা
মেশনি অপারেশন বেসিকস
২। শাহ জালাল
Shah Jalal
অতিথি শিক্ষক
সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটি
৩। শাহানাজ আক্তার
Shahanaj Akther
অতিথি শিখক
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
৪। মোঃ তোফায়েল আহমেদ
Md. Tofatel Ahmed
অতিথি বক্তা
পদার্থ বিজ্ঞান
৫। মেহেদী হাসান
Mahedi Hasan
অতিথি শিক্ষক
আইটি সার্পোট এন্ড আইওটি বেসিকস্
৬। মোঃ আসিফুল হাবীব
Md. Asiful Habib
অতিথি শিক্ষক
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস